|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সিলেটে পরিবহণ নেতার বিরুদ্ধে মামলা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২২
সিলেটের পরিবহণ নেতা রুনু মিয়া মঈনের বিরুদ্ধে ৪৯ কোটি টাকা আত্মসাতের মামলা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, এই টাকা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকদের। অথচ এসব টাকা আত্মসাৎ করে তিনি বিশাল বিত্তবৈভবের মালিক হয়েছেন। শ্রম আদালত সিলেটে এই মামলা করেন সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের (চট্ট-১৩২৬) সাবেক সভাপতি ও তামাবিল শাখার সদস্য শাহাব উদ্দিন। তবে মামলায় অভিযুক্ত রুনু মিয়া মঈনের দাবি সব অভিযোগ মিথ্যা।
গত রোববার এই মামলা করা হয়। মামলায় তিনি দাবি করেন, রুনু মিয়া মঈন সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের (রেজি নং-চট্ট-১৩২৬) সভাপতি। সিলেট নগরের জিন্দাবাজারস্থ সমবায় ভবনে রয়েছে তার ইউনিয়নের প্রধান কার্যালয়। আজ থেকে ২০ বছর আগে ছিলেন একজন সাধারণ টেম্পো চালক। বর্তমানে তিনি অনেক গাড়ি-বাড়ি ও বিত্তবৈভবের মালিক। নগরের উপকণ্ঠ দক্ষিণ সুুরমার বাসস্ট্যান্ড, বাইপাস এলাকায় নামে-বেনামে রয়েছে তার বিশাল ভূসম্পত্তি। সিলেট সদরের খাদিমপাড়ায় একটি বিলাসবহুল বাড়িসহ রয়েছে কয়েকটি বহুতল বাড়ি।
সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি রুনু মিয়া অন্যায় ও আত্মসাতের সব অভিযোগ অস্বীকার করে বলেন, মামলার বাদী শাহাব উদ্দিন তার ইউনিয়নের কোনো সদস্য নন। তবে বাদী শাহাব উদ্দিন এ প্রতিবেদককে জানান, তিনি ওই ইউনিয়নের বৈধ সদস্য এবং ভোটার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.