|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পপুলার বিডিনিউজের আয়োজনে দিনব্যাপী উপস্থাপনা ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২২
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পপুলার বিডিনিউজ পরিবারের সকল কলাকৌশলদের নিয়ে একদিন ব্যাপী উপস্থাপনা ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু করে সারাদিন ব্যাপী বিভিন্ন বিষয়ভিত্তিক কর্মশালা সন্ধ্যায় সমাপ্ত হয়।
সকালে পপুলার বিডিনিউজের প্রকাশক মেহেদী হাছান ফিরোজের সভাপতিত্ব ও এডিটর মনিরুজ্জামান বাবলুর পরিচালনায় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন আলীগঞ্জ পিটিআই সুপারিনডেন্ট জয়নাল আবেদীন।
এরপর অনলাইন সাংবাদিকতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে ধারণা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুজন আরিফ, সংবাদ লাইভ ও সংবাদের উৎসহের ধারণা দেন সময় টেলিভিশনের এসোসিয়েট সিনিয়র রিপোর্টার ফারুক আহম্মদ, ফিচার নিয়ে আলোচনা করেন কবি, অনুবাদক ও শিক্ষক মাইনুল ইসলাম মানিক, সংবাদ তৈরি ও বানান রীতি নিয়ে আলোচনা করেন কলামিস্ট ও সাংবাদিক, দৈনিক সংবাদ প্রতিদিনের অনলাইন ইনচার্জ জাকির মজুমদার, উপস্থাপনা ও উচ্চারণ বিষয় নিয়ে আলোচনা করেন ফোরাম ক্রিয়েশন প্রাঃ লিঃ এর উপস্থাপক ও ম্যানেজিং ডিরেক্টর মো. ইউনুস।
দিন ব্যাপী কর্মশালা শেষে মূল্যায়ন পরিক্ষা নেয় দৈনিক যুগান্তর পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম।
কর্মশালা শেষে অনুষ্ঠানে পপুলার বিডিনিউজের সেরা প্রতিবেদনক ২০২১ হিসেবে নির্বাচিত করে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এবং সেরা ভয়েজ আটিষ্ট হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন নুরুন নাহার নিশি। এরপর কর্মশালায় অংশ গ্রহণ করা প্রত্যেকের মাঝে সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।
সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন আরমান ও অহনা পাটোয়ারী। কবিতা আবৃত্তি করেন শ্রাবণী দাস। সমাপনী বক্তৃতা করেন পপুলার বিডিনিউজের যুগ্ম সম্পাদক শামসুজ্জামান শামছু মুন্সী ও হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.