|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে কৃষ্ণা রানী রায় চৌধুরীর প্রথম প্রয়ান দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২২
চাঁদপুর জেলা মাতৃশক্তি ফোরামের প্রধান উপদেষ্টা কৃষ্ণা রানী রায় চৌধুরীর প্রথম প্রয়ান দিবস পুরানবাজারের শ্রী শ্রী রামঠাকুর মন্দিরে সাংবাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান ও সপিন্ডকরন অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারী শুক্রবার দিনব্যাপাী আয়োজনে এই অনুষ্ঠান করা হয়।এদিনে প্রয়াত পন্ডিত শ্রী প্রেমানন্দ গোস্বামীর পুত্র শ্রী পবিত্র গোস্বামীর পৌরহিত্যে শ্রাদ্ধানুষ্ঠানে শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর জেলার বিভিন্ন গীতা নিকেতন থেকে আগত নিবেদিত শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রীমদ্ভাগবত গীতা পারায়ণ করেন।আজকের শ্রাদ্ধানুষ্ঠানে একদিকে নাম সংকীর্ত্তন আর অন্য দিকে পুরোহিতের বৈদিক ক্রীয়ার পাশাপাশি সমস্বরে অসংখ্য গীতাপ্রেমীর গীতার বানীর অমৃত সুধায় উপস্থিত ভক্তবৃন্দরা কিছুটা সময়ের জন্য হলেও সনাতনীর প্রকৃত কৃষ্টির ধারায় বিমোহিত হয়েছিল।
বিশেষ করে পুরোহিত তান্ত্রিক সমাজ ব্যবস্থায় কলির পতিতপাবন হরি গৌর সুন্দরের বৈষ্ণবীয় শ্রাদ্ধের যে সাত্ত্বিক ধারা তথা মৃত্তিকা পাত্র ও কদলী পাতায় শ্রী বিষ্ণুকে যে দান প্রথা বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেটা আজ শারদাঞ্জলি ফোরামের জেলা সভাপতি শ্রী রিপন কুমার সাহা তার প্রয়াত সহধর্ম্মিনীর সপিন্ডকরনে করে প্রসংশিত হয়েছেন উপস্থিত শত শত সনাতনীদের মাঝে। আবার এক কথায় বলা যায়, শারদাঞ্জলি ফোরাম সনাতনীদের হারানো গৌরব ও কৃষ্টি পুনরুদ্ধারে যে ভুমিকা আমাদের দেশে রাখছেন তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা সন্তোস দাস, জেলা শারদাঞ্জলী ফোরামের প্রধান উপদেষ্টা গোপাল সাহা, রামঠাকুর দোল মন্দিরের সভাপতি পরেশ মালাকার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সংবাদ-এর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়সহ শারদাঞ্জলী ফোরামের সকল সারথীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রয়াত কৃষ্ণা রানী রায়চৌধুরী শারদাঞ্জলি মাতৃশক্তি ফোরাম চাঁদপুর জেলার প্রধান উপদেষ্টা ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.