|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তর এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্টে ৪ ব্যাক্তিকে জরিমানা
প্রকাশের তারিখঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২২
শ্রীনগরে মোবাইল কোর্টে ৪ ব্যক্তিকে জরিমানা
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৫টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বাঘড়া আড়ত,ভাগ্যকুল আড়ত, মান্দ্রা, মান্দ্রা টান্সমিটারের মোড়, বউ বাজার, আলামিন বাজার, তিন দোকান বাজার ও কলেজ গেটে এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার প্রণব কুমার ঘোষ। এসময় মোবাইল কোর্টে ৩ জন জেলেকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা ও অপর আর এক ব্যক্তিকে জাটকা বিক্রি করার দায়ে ১ হাজার টাকা সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।জব্দ কৃত ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় ও জাটকা মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক ও আনসার সদস্য।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.