|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলবে ভেজাল কীটনাশক জব্দ মবিলকোর্টে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২২
চাঁদপুর জেলার মতলব দক্ষিণে অদ্য ২২/০২/২০২২ খ্রি. তারিখে গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ, চাঁদপুর উপজেলার নারায়নপুর বাজার সংলগ্ন স্থানে কৃষি সম্প্রসারণ অফিসার ও বালাইনাশক পরিদর্শক মতলব দক্ষিণ, চাঁদপুর এর নেতৃত্বে উপজেলা কৃষি অফিস এর একটি টীম ভেজাল কীটনাশক বোঝাই একটি সিএনজি অটোরিকশা আটক করেন। এই সিএনজিতে ২০০ কেজি ভেজাল বাসুডিন এবং ২০ কেজি ভেজাল গ্রো জিংক প্লাস জব্দ করেন। এই সময় কীটনাশকের ডেলিভারি ম্যানের কাছে কোনরুপ চালান পাওয়া যায় নি। এর প্রেক্ষিতে জব্দকৃত মালামাল সমেত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নিকট মোবাইল কোর্ট পরিচালনা নিমিত্তে প্রেরণ করা হলে, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী ২,০০০/-(দুই হাজার) টাকা অনাদায়ে ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.