|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২২
হরিপুর থানা পুলিশের আয়োজনে বুধবার সকালে ২৩শে ফেব্রুয়ারী ২০২২ ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়,“পুলিশই জনতা-জনতাই পুলিশ” এই স্লোগান নিয়ে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলামে সভাপতিত্বে জনসাধারণের অংশ গ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম এবং হরিপুর উপজেলার আইন-শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে হরিপুর থানা চত্ত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (পীরগঞ্জ-সার্কেল) আহসান হাবীব,৫নং হরিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম,১নং গেদুড়া ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলামসহ উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানগন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,থানা পুলিশের সকল সদস্যসহ উপজেলার গণ্যমান্য সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আলোচনার প্রেক্ষিতে জানা যায় যে,হরিপুরে
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল,বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুশীল সমাজের নেতৃবৃন্দ।
উক্ত ওপেন হাউজ ডে শান্তি শৃঙ্খলার মধ্যে অনুষ্ঠিত হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.