|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আগামীকাল শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ৪র্থ বাৎসরিক স্মরণ উৎসব-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২২
"আগে নাম মধ্যে আপনি পেছনে আপনি দেখেন
আর না দেখেন আমি আছি"-শ্রীশ্রী ঠাকুর
আগামী ১১ফাল্গুন ১৪২৪বাংলা২৪ফেব্রুয়ারী বৃহস্পতিবার চাঁদপুর পালপাড়া শীতলা মায়ের মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ৪র্থ বাৎসরিক স্মরণ উৎসব
অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই, এই শুভ লগনে অমৃতময় ঠাকুর প্রসঙ্গ আস্বাদনে পূজ্যপাদ শ্রীমৎ ধূর্জটি প্রসাদ চক্রবর্ত্তী, মোহন্ত, শ্রীশ্রী সত্যনারায়ণের সেবা মন্দির আমাদের মাঝে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন,অতএব,উক্ত উৎসবে আপনি স্বজন- স্বগণসহ যোগদান করিয়া আনন্দ বর্ধন করিবেন। আপনার পরিচিত ঠাকুরের সকল ভক্ত অনুরক্তদিগকে এই উৎসবে যোগদান করার
জন্য আহ্বান জানানোর আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির পক্ষে ভাষ্কর রায়।
অনুষ্ঠান সূচি,
- ভক্তপদরজ: কৃপাপ্রার্থী শ্রীশ্রী রামঠাকুরের ভক্তবৃন্দ
- ১১ ফাল্গুন ১৪২৮ বাংলা, ২৪ ফেব্রুয়ারি ২০২২ইং, রোজ: বৃহস্পতিবার
- সকাল ১০:০০ মি.শ্রীশ্রী কৈবল্যনাথের পূজা ও ভোগ আরতিবেলা ১১:০০ মি.
-
শ্রীনাম শোনানো,শ্রী নাম শোনাবেন : পূজ্যপাদ শ্রীমৎ ধূর্জটি প্রসাদ চক্রবর্ত্তী
মোহন্ত, শ্রীশ্রী সত্যনারায়ণের সেবা মন্দির, ডিঙ্গামানিক, শরীয়তপুর।
দুপুর ০১:৩০ মি. সন্ধ্যা ০৬:০০ মি. : শ্ৰীশ্রী সত্যনারায়ণ পূজা
মহাপ্রসাদ বিতরণ রাত ৮:৩০ মি.
বেদবাণী পাঠ ও শ্রীশ্রী ঠাকুর প্রসঙ্গ আলোচনা
রাত ১০:০০ মি. শ্রীশ্রী সত্যনারায়ণের প্রসাদ বিতরণ
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.