|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলবে সারা ফাউন্ডেশনের উদ্যােগে ৫২’র ভাষা আন্দোলনের সকল শহিদদের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২২
চাঁদপুরের মতলব উত্তরে সারা ফাউন্ডেশন এর উদ্যোগে বায়ান্নের ভাষা শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা বাংলা রক্ষার জন্য ভাষা শহীদদের স্মরণে ও নিজ মাতৃভাষা মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য প্রতিবছর একুশে ফেব্রুয়ারি সারা পৃথিবীব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হচ্ছে। সারা পৃথিবীব্যাপী অধিকাংশই যখন শহীদদের ফুল দিয়ে স্মরণ করা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ব্যতিক্রম আয়োজনে সারা ফাউন্ডেশনের পরিচালক আমিনুল ইসলাম রাসেল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন। আজ সকাল ৯ ঘটিকায় মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার ওটারচর গ্রামে "ওটারচর ইমাম হোসাইন (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রী এবং স্থানীয় মুসল্লিদের নিয়ে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ প্রসঙ্গে সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাসেল কে প্রশ্ন করা হলে, তিনি জানান আমরা সর্বক্ষণিক ব্যতিক্রম ভাবে আমাদের স্বেচ্ছামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় ভাষা শহীদদের শুধু ফুল দিয়ে স্মরণ না করে তাদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করি। আমাদের এ কার্যক্রম প্রতিবছর অব্যাহত থাকবে। এ সময় সারা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্য মোঃ রাসেল বলেন, আমাদের ছোট ভাই আমিরুল ইসলাম রাসেলের কার্যক্রম সব সময় প্রশংসনীয়। আমরা তার কার্যক্রম কে সাধুবাদ জানাই। তার এ কার্যক্রম এর সাথে আমরা সর্বদা সাধ্যমত সহযোগিতা করব।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.