|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার হাজী ইদ্রিস মুন্সি শিশু সদন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শহীদ দিবস পালন
প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২২
মো: মাসুদ রানা,কচুয়া ॥
একুশ মানে মায়ের ভাষার অধিকার, নিজের ভাষায় অনুভূতি প্রকাশের উচ্ছাস।দেশ ও দশের তরে যাঁরা ছিনিয়ে এনেছিল ভাষার অধিকার, শ্রদ্ধা তাঁদের প্রতি। চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী হাজী ইদ্রিস মুন্সী শিশু সদন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার মাদ্রাসায় মিলনায়তায়নে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
হাজী ইদ্রিস মুন্সি শিশু সদন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমনার সভাপতি কচুয়ার কৃতি সন্তান চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. এ কে এম আব্দুল মোতালেব এর নির্দেশ ক্রমে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ দোয়ার অনুষ্ঠান হয়েছে। এসময় মাদ্রাসায় এতিম শিক্ষার্থীরা শহীদদের রুহের মাগফেরাত কামনা কুরআন খতম,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় দোয়া ও মিলাদ মাহফিলে মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.