|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলব উত্তর- গজারিয়া (ভবেরচর) সংযোগ সেতু বাস্তবায়নের লক্ষ্যে সয়েলটেষ্ট এর কাজ গতিতে চলছে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২২
দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের প্রাণের দাবী ও অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি মতলব উত্তর কালিপুর – গজারিয়ার চরকালীপুর সংযোগ সেতু দ্রুত বাস্তবায়ন হতে যাচ্ছে।
১৮ ফেব্রুয়ারি শুক্রবার গজারিয়ার ভবেরচর প্রান্তে সয়েলটেস্টর কাজ শুরু হয়েছে । মতলব উত্তর দক্ষিণ সহ চাঁদপুর,নোয়াখালী মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবি এই সেতুটি দৃশ্যমান হবেই অচিরেই। সেতুটি না থাকায় এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই। সেতু না থাকায় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মানুষজন। সেতু বিভাগের উর্ধতন কর্মকর্তারা আগামী সপ্তাহে পরিদর্শনে আসার কথা রয়েছে, সেতু তৈরির জন্য ৪ টি প্রান্তে সয়েলটেস্ট হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম মহোদয়, মাননীয় সাংসদ এডভোকেট নুরুল আমিন রুহুল, সাবেক ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া একগুচ্ছ সমর্থন আন্তরিক ঐকান্তিক প্রচেষ্টার ফসল হিসেবে এ বছরের মধ্যেই সেতুর মূল কাজ শুরু হতে যাচ্ছে।
মতলব কালীপুর- গজারিয়ার ভবেরচর সেতু নির্মাণ হলে ঢাকা থেকে গৌরীপুর ও মতলব উত্তর উপজেলা সদরে চাঁদপুর জেলা সদরের বর্তমান দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। কিন্তু ঢাকা থেকে ভবেরচর হয়ে গজারিয়া উপজেলার সীমানার উপর দিয়ে প্রস্তাবিত সেতু হলে দুরত্ব কমবে ৫২কিলোমিটার। এতে একদিকে যেমন সাধারণ মানুষের ভ্রমণ ব্যয় কমবে একই সাথে ভ্রমণ সময়ও কমবে প্রায় এক ঘন্টা। ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কর্মসংস্থান সৃষ্টি হবে দেশের বেকার সমস্যা লাগব হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.