|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া ঘোপালে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২২
ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ১০ নং ঘোপাল ইউনিয়নে সর্বসাধারণের সাথে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশই জনতা জনতাই পুলিশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় ঘোপাল ইউনিয়ন পরিষদ কার্য্যলয়ে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
ঘোপাল ইউপি সদস্য জিয়াউদ্দিন শিমুল'র উপস্থাপনায় এবং ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহীন মিয়া'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৮ নং বিট পুলিশিং কর্মকর্তা এসআই ছায়েদুর রহমান পিপিএম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, সাবেক চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জামশেদ আলম, বিট পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমিনুল হক ভুঁইয়া, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ইউপি সদস্য এমদাদ হোসেন রিংকু, মোঃ আলাউদ্দিন চৌধুরী, আ'লীগ নেতা মোঃ আইয়ুব সহ আরো অনেকে।
বিট পুলিশিং মতবিনিময় সভায় ঘোপাল ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে দাঁড় করাতে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলকে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ইভটিজিং রোধে কঠোর অবস্থানে থাকার অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা।
এসময় আরো উপস্থিত ছিলেন ঘোপাল ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধাগন, ইউপি সদস্যগন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.