|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় পৌর নির্বাচনে বিজয়ী প্রার্থীর পক্ষ অবলম্বন করায় হুমকি থানায় অভিযোগ
প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২২
ছাগলনাইয়ায় পৌর নির্বাচনে বিজয়ী প্রার্থীর পক্ষ অবলম্বন করায় হুমকি থানায় অভিযোগ
গত ২'রা নভেম্বর ২০২১ খ্রিঃ ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে দক্ষিন সতর ২ নং ওয়ার্ড বিজয়ী কাউন্সিলর মেহেদী হাসান চৌধুরী শিমুলের পক্ষে কাজ করায় তারই জের ধরে হুমকি ধামকির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পৌরসভা ২ নং ওয়ার্ড তুলাতলি বাজারে। এনিয়ে দক্ষিন সতর আবদুল বাড়ির আবু তৈয়ব'র ছেলে এমরান হোসেন বাদী হয়ে ছাগলনাইয়া থানায় অভিযোগ পত্র দায়ের করে।
বাদী লিখিত অভিযোগ পত্রে জানান, গত ২'রা নভেম্বর পৌর নির্বাচনে কাউন্সিলর মেহেদী হাসান চৌধুরী শিমুলের পক্ষে কাজ করায় পরাজিত প্রার্থী শাহ আলম খান'র ছেলে বিবাদী সোয়াইব খান সাকিব আমাকে দেখে নিবে বলে সেদিন থেকে বিশ্রী ভাষায় গালাগালি করে আসছে। বাদী লিখিত অভিযোগে আরো জানান, পূর্ব শত্রুতার জের ধরে রবিবার (২০ ফেব্রুয়ারী ২০২২) বিকাল ৪ টায় বিবাদী সোয়াইব খান সাকিব তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ০১*******৪০ নাম্বার হতে আমার ব্যবহৃত মোবাইল ফোনে ০১*******৪১ বিশ্রী ভাষায় গালাগালি করে হুমকি প্রদান করে। এবংকি সে নাকি আমার কাছে দুই লক্ষ টাকা পাওনা আছে যাহা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। এতে আমি নিরাপত্তাহীনতা ভুগছি। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি বিবাদী সোয়াইব খান সাকিবকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
এবিষয়ে বিবাদী সোয়াইব খান সাকিব'র কাছ থেকে জানতে চাইলে তিনি জানান আমি বাদী এমরান হোসেন'র কাছ থেকে দুই লক্ষ টাকা পাওনা আছি। তবে কিসের টাকা জানতে চাইলে বিবাদী কোন সদুত্তর দিতে পারেনি।
এবিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান হুমকি ধামকি ব্যাপারে একটা অভিযোগ পত্র পেয়েছি। তদন্ত করে দোষী সাব্যস্ত হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.