|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খাগড়াছড়ির রামগডে পুত্রের হাতে মায়ের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২২
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার নিজের বাড়ী থেকে রুমা রেগমের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছেন রামগড় থানা পুলিশ ।
গতকাল শনিবার (ফেব্রুয়ারী ১৯, ২০২২) রাত আনুমানিক সাড়ে ১০টায় রামগড় পৌরসভার চৌধুরী পাড়া এলাকায় রুমা রেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ ।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুজ্জামান ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান । নিহত রুমা রেগমের বড় সন্তান মোঃ ইব্রাহীম (৩১) কে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহীম ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুজ্জামান ঘটনার বিবরণে আরও জানান, গত বৃহস্পতিবার ইব্রাহীমকে তার মা রুমা বেগম গালিগালাজ করে বাড়ী থেকে বের তাড়িয়ে দেয় । তারপর সে (ইব্রাহীম) গতকাল শনিবার রাত সাড়ে নয়টার মধ্যে বাড়ীতে এসে মায়ের সাথে ঝগড়া করতে থাকে এবং এক পর্যায়ে মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে উপর্যপরি আছাড় মারতে শুরু করে । এভাবে মারতে মারতে তার মা রুমা বেগম নিথর হয়ে মৃত্যূর কোলে ঢলে পড়ে । নিহত রুমা রেগমের নাক, কান ও মাথায় আঘাত জনিত কারণে বেশি রক্ত করণে মৃত্যু বরণ করে বলে ধারণা করা হচ্ছে ।
নিহত রুমা রেগমের লাশ ময়না তদন্তের জন্য আজ (রবিবার ২০/০২/২০২২) খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে । নিহতের হত্যাকাণ্ডের মামলার জন্য প্রস্তুতি চলছে বলে রামগড় থানা জানিয়েছেন ।
সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ
দৈনিক বাংলার অধিকার ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.