|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার পালাখাল মডেল ইউপির নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বগ্রহণ–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২২
কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার জয় ও ইউপি সদস্যগনের দায়িত্বগ্রহণ উপলক্ষে পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার জয়ের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সৌরভের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্যাহ পাটওয়ারী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক প্রমুখ।
বক্তব্য রাখেন, পালাখাল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন দেওয়ান,ইউপি সদস্য গিয়াসউদ্দিন মোল্লা, শাহজালাল মিয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান,সমাজসেবক মাহবুব আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল তালুকদার প্রমুখ।
অপরদিকে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানকে ইউপি সদস্যগন,আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। পরে প্রথম দিনে দায়িত্বগ্রহন অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. আবুল কাশেম ভূঁইয়া।
কচুয়া: কচুয়ার পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান ও সদস্যগনের দায়িত্বগ্রহণ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটোয়ারী।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.