|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২২
অনেক সংগ্রাম ও রক্তের বিনিময় আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা বাসিকে শুভেচ্ছা জানিয়েছেন ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মোঃ ইউসুফ প্রধানীয়া সুমন । সেই সাথে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মোঃ ইউসুফ প্রধানীয়া সুমন দৈনিক বাংলার অধিকার ও বলেন, অমর ২১শে ফেব্রুয়ারি বাংলাজুড়ে পালিত হচ্ছে ভাষা শহিদ দিবস। ২১শে ফেব্রুয়ারি ঐতিহাসিক দিনে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের জানাই সশ্রদ্ধ সালাম। সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আমাদের মাতৃভাষা সহ আমরা সব ভাষাকেই ভালোবাসি। মাতৃভাষার স্বীকৃতি আদায়ে শাসকের বিরুদ্ধে প্রাণ বাজি রেখে রক্তক্ষয়ী লড়াই শেষে মিলেছিল জয়ের স্বাদ। শুধুমাত্র ভাষার জন্য একটা গোটা জাতির সেই সংগ্রাম আজও মনে রেখেছে গোটা দুনিয়া। পৃথিবীতে বোধ করি বাঙালিই একমাত্র জাতি যাঁরা মাতৃভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছেন। আমরা গর্ববোধ করি এই ভেবে যে, অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে। তাই একুশে ফেব্রুয়ারি এখন আর এককভাবে আমাদের সম্পদ নয়, এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষীর প্রেরণার উৎসও।
সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ ইউসুফ প্রধানীয়া সুমন
দৈনিক বাংলার বাংলার
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.