|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জনপ্রতিনিধিকে জনগনের মনে স্থান করে নিতে হবে: ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২২
একজন জনপ্রতিনিধিকে তার নিজের কাজের মাধ্যমে জনগনের মনে স্থান করে নিতে হবে।
যিনি জনগনের মনে স্থান করে নিতে পারবেন, তিনি মরে গেলেও জনগনের মাঝে বেঁচে থাকবেন। হাজীগঞ্জের ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদরে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী নুরুর রহমান বেলালকে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্য আরো বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দেশে নজিরবিহীন উন্নয়ন চলছে। যা বিশ্বে এক রোল মডেল। সরকারের এমন কোন খাত বাদ যায়নি, যেখানে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি।
শুক্রবার বিকেলে উক্ত ইউনিয়নের পালিশারা মদিনাতুল উলম দাখিল মাদ্রাসা মাঠ ও ৪ নং ওয়ার্ডবাসীর আয়োজনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাদিয়া ফার্নিচার লিঃ ব্যবস্থাপনা পরিচালক এ করিম মজুমদার, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ মারওয়ান, চট্টগ্রাম সিডিএ প্রজেক্ট এর চিফ ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আলী সিদ্দিকী। অনুষ্ঠানের সভাপ্রধানের দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল।
ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক খোরশেদ আলম মারওয়ানের সঞ্চালনে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষকনেতা সফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হোসেন মীর, সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিঃ নেছার পাটওয়ারীসহ সকল ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্যগন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদকগনসহ যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.