|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কিছু দিনের মধ্যেই ইউক্রেনে হামলা করবে রাশিয়া’–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২২
'আগামী কিছু দিনের মধ্যেই' ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া! আবারো বিস্ফোরক দাবি করল আমেরিকা। আর এবার এই দাবি করলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন! বৃহস্পতিবার তিনি বলেন, মস্কো মুখে বলছে যে তারা ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিচ্ছে। কিন্তু, বাস্তবতার সাথে এই দাবির কোনো মিল নেই। বস্তুত, কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতেও ইউক্রেন সীমান্তে সামরিক জমায়েত দেখা গেছে। বাইডেনের কথায়, ইউক্রেনে রুশ আগ্রাসনের আশঙ্কা 'অত্যন্ত বেশি'। হয়তো, আগামী কয়েক দিনের মধ্যেই হামলা চালানো হবে!
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাইডেন জানান, তারা যে রাশিয়ার কথা বিশ্বাস করছেন না, তার পেছনে নির্দিষ্ট কারণ রয়েছে। তিনি বলেন, "আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে, তা থেকেই স্পষ্ট যে রাশিয়া আদতে ইউক্রেনের ভেতরে ঢোকার জন্য প্রস্তুত হচ্ছে। ওরা সেনাসদস্যদের অপসারণ করেনি। বরং ইউক্রেন সীমান্তে আরও বেশি সংখ্য়ায় সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। যে 'ফ্ল্যাগ অপারেশন'-এর কথা বলা হচ্ছে, তা আদতে ভুয়া। আসলে, সেনাবাহিনীকে ইউক্রেনের দিকে পাঠাতে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্যই 'ফ্ল্যাগ অপারেশন'কে শিখণ্ডী করা হচ্ছে। প্রত্যেকটি ঘটনাই হামলার আশঙ্কার দিকে ইঙ্গিত দিচ্ছে। হয়তো আগামী কয়েক দিনের মধ্যেই ইউক্রেনে ঢুকে পড়বে রুশ সেনাবাহিনী!"
সূত্রের দাবি, মার্কিন গোয়েন্দাদের তরফে আসা তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার ফের একবার এমন দাবি করেছেন প্রেসিডেন্ট বাইডেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.