|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে ১১ ইউপি চেয়ারম্যান ও সদস্য শপথ গ্রহন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহন বৃহস্পতিবার (১৭ই ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুর নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুরের সভাপতিত্বে সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, ভাইস চেয়ারম্যান সাওয়ার জাহান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, অফিসার ইনচার্জ নান্দাইল মডেল থানা মোঃ মিজানুর রহমান আকন্দ, যুব উন্নয়ন অফিসার মোঃ ফয়েজ উদ্দিন, নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, মহিলা সদস্য হিমা আক্তার প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন নবনির্বাচিত সকল সদস্যদের জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তৎপরতা অব্যাহত রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। পরে বিকাল ৪টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নান্দাইল উপজেলার নবনির্বাচিত ১১ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। শপথ গ্রহন অন্ষ্ঠুানে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.