|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক সার্ভিস চালু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২২
চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক সার্ভিস চালু করা হয়েছে জানাযায়,পুলিশ সুপার নির্দেশক্রমে দেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে বিশেষ অবদান রাখা চাঁদপুর জেলার প্রবাসীদের জন্য বিশেষ সেবা চালু করেছে জেলা পুলিশ, চাঁদপুর। পুলিশ সুপার কার্যালয়ে স্থাপন করা হয়েছে প্রবাসী কল্যাণ এই হেল্প ডেস্কটি এ ব্যাপারে
পুলিশ সুপার জানান- প্রবাসীদের যে কোন ধরণের আইনি সহায়তা প্রদানের জন্য চাঁদপুর জেলায় প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক চালু করা হলো। সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় অফিসার পদায়ন করা হয়েছে। ২৪ ঘন্টা বিরতিহীন সেবা প্রদানের জন্য প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কের জন্য ০১ টি হটলাইন (০১৩২০-১১৫৯৭০) নাম্বার দেওয়া হলো। চাঁদপুরের যে কোন প্রবাসী যে কোন সময় নিজের অথবা নিজের পরিবারের যে কোন সেবার জন্য এই নাম্বারে কল দিয়ে পুলিশিং সেবা নিতে পারবেন। এই হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ ও ভাইবার অ্যাপ সমূহ রয়েছে। চাঁদপুর জেলা পুলিশ চাঁদপুরবাসীর সেবায় সর্বদা নিয়োজিত থাকবে বলেও তিনি জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.