|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী সম্পন্ন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২২
হাজীগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে “পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন” স্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যোগ দেন হাজীগঞ্জ-শাহরাস্তি সংসদ সদস্য মেজর(অবঃ) রফিকুল ইসলাম বীর উওম এমপি।
ওইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জুলফিকার আলি ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।
এরআগে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার সকল স্টলে ঘুরে দেখেন উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন জাতের গবাদি পশু, পাখি, কবুতর, ঘোড়া সহ বিভিন্ন স্টল দেওয়া হয়।
স্টল প্রদর্শনীতে সেরা হওয়ায় প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছেন তাদেরকে নগদ টাকার চেকসহ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। এছাড়াও অন্যান্যদের জন্য সান্ত্বনা পুরুষ্কার দেয়া হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.