|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হবিগঞ্জে গার্নিং পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভবনা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২২
হবিগঞ্জ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি বাড়ি।
মঙ্গলবার রাত সোয়া ৯টায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ১১টার দিকে নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক জানান,আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় ২ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
শহরের গার্নিংপার্ক এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার বাসতঘরে রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উপজেলা ভাইসচেয়ারম্যান সহ কয়েকজন জনপ্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন।
এদিকে অগ্নিকাণ্ডের খবরে কয়েক হাজার উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। তাদের নিয়ন্ত্রণে এলাকাবাসীকে ধকল পোহাতে হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.