|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর মৎস্য অধিদপ্তর ও নৌ বাহিনীর বিশেষ কম্বিং অপারেশনে ৩২ লক্ষমিটার নিষিদ্ধ জাল উদ্ধার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২২
চাঁদপুর মৎস্য অধিদপ্তর ও নৌ বাহিনীর যৌথ উদ্যোগে ৪র্থ ধাপের ৪তম দিনে বিশেষ অভিযান পরিচালিত হয় কম্বিং অপারেশনে নেতৃত্বদেন বাংলাদেশ নৌ বাহিনীর লেঃ সৈয়দ ছামিন মাহফুজ ও পেটি অফিসার দিপক চন্দ্র দাস। এ ব্যাপারে অভিযানের সাথে থাকা সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব রশিদ জানান চাঁদপুর জেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ তিতাসের সহযোগিতায় ওএকটি প্রতিনিধি ও দল পদ্মা ও মেঘনা নদীতে অভিযান পরিচালিত করে প্রায় ৩২ লক্ষ নিষিদ্ধ কারেন্ট জাল ও মসারী জাল আটক করতে সক্ষম হই, পরে জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিমের উপস্থিতিতে আগুনে পুরিয়া ফেলা হয়, এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান,দেশের ইলিশ সম্পদ রক্ষায়, সরকার ঘোষিত আগামী ৩ মাসব্যপি জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে আমাদের এ ধরনের অভিযান চলবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.