|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে মুক্তিযাদ্ধাদের সম্মাননা ক্রেস প্রদান ১১ মহিলা বীর –দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২২
স্বাধীনতার সুবর্ণজয়নতী ও মুজিববর্ষ উপলক্ষে১১জন মহিলা বীরমুক্তিযাদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যেগে
ঢাকা থেকে সরাসরি ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন
অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি।
উক্ত অনুষ্ঠান কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভার্চুয়ালী অংশগ্রহন করেন জেলার জীবিত ১০ মহিলা বীর মুক্তিযোদ্ধা। এসময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি বীরপ্রতীককেও সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পৌর মেয়র মোঃ. কাজিউল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহানা আক্তার প্রমুখ।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্দেগে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা হিসেবে ক্রেস্ট, শাড়ী, শাল ও মাস্ক বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.