|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নবীগঞ্জে বন্ধুত্বের উপহার স্বরুপ অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করলেন ভারতীয় হাই কমিশন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২২
হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি'র প্রচেষ্টায় ভারত সরকার কর্তৃক প্রদেয় অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ লাইফ সাপোর্ট(আইসিইউ) এম্বুলেন্সটি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে এম্বুলেন্সের চাবি হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি’র কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল।
এম্বুলেন্স হস্তান্তর উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি । বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিয়োজিত ভারতের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত প্রাচীন। দু’দেশের মানুষের মধ্যেও রয়েছে আত্মীয়তা ও রক্তের সম্পর্ক।
অত্যাধুনিক ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এ এম্বুলেন্সের কথা উল্লেখ করে সহকারী হাই কমিশনার বলেন, মূমুর্ষ রোগীদের চিকিৎসাসেবা প্রদানে এই লাইফ সাপোর্ট এম্বুলেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবে। এম্বুলেন্সটির সঠিক ব্যবহার ও পরিচর্যার মাধ্যমে এটিকে রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগাতে হবে। সঠিক পরিচর্যার মাধ্যমে ব্যবহার করলে এম্বুলন্সটিকে দীর্ঘদিন সচল রাখা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য, রেলওয়ে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেন, মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন সময়ে সুখে-দুঃখে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত মধূর। মহান মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহযোগিতা করে বাংলাদেশের মানুষকে চির কৃতজ্ঞতার শৃঙ্খলে আবদ্ধ করেছে ভারত। বর্তমান শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের প্রতিটি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য খাত সহ দেশের সর্ব ক্ষেত্রে শেখ হাসিনার সাহসী উন্নয়ন কার্যক্রম দেশে-বিদেশে প্রসংশিত হচ্ছে। ভাষার মাসে এ লাইফ সাপোর্ট এম্বুলেন্স উপহার দিয়ে বাংলাদেশের প্রতি তার বন্ধুত্বের হাত আরো প্রসারিত করল ভারত সরকার। ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের মতো মহামারী করোনাকালেও প্রথম ভ্যাকসিন দিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে ভারত। যা ভারত-বাংলাদের অকৃত্রিম বন্ধুত্বের বহিঃপ্রকাশ। আইসিইউ সম্বলিত এম্বুলেন্সটি নবীগঞ্জ বাহুবলের জনগনের জরুরী সেবায় নিয়োজিত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ও রুবেল আহমেদ'র পরিচালনায় অনুষ্ঠিত এম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল হক, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব সাবির আহমদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ, নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু
সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্বাস্থ্য বিভাগের প্রমুখ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.