|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ রাউফুন বসুনিয়ার মৃত্যুবার্ষীকি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২২
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অকাতরে জীবন বিলিয়ে দেয়া কুড়িগ্রামের আলোকিত সন্তান শহীদ রাউফুন বসুনিয়ার মৃত্যুবার্ষীকি। সকালে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে শহীদ রাউফুন বসুনিয়ার সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ কুড়িগ্রাম জেলা শাখা, আশির দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকার সম্পাদক এস এম ছানালাল বকসী, বঙ্গবন্ধু পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হারুন অর রশীদ লাল, উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা একুশে পদক জয়ী এস.এম আব্রাহাম লিংকন, রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদ কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সভাপতি মোঃ ইমদাদুল হক এমদাদ, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ মাজেদ আলী, প্রমুখ। পরে রাউফুন বসুনিয়ার সমাধি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উল্লেখ্য, রাউফুন বসুনিয়া ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সামনে থেকে নেত্রীত্বদানকারী অন্যতম নেতা। জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক, সমাজবিজ্ঞান শেষ বর্ষের ছাত্র রাউফুন বসুনিয়া ছিল স্বৈরাচারের আতঙ্ক। ১৩ ফেব্রুয়ারি ১৯৮৫ রাত ১১ টার দিকে স্বৈরাচার বিরোধী এক মিছিলে নেতৃত্বদানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইউনিভার্সিটি ল্যাবোরেটারী স্কুলের সামনে তৎকালীন সরকার সমর্থক ছাত্র সংগঠন নতুন বাংলা ছাত্র সমাজের গুণ্ডাদের গুলিতে নিহত হন। তার এই আত্মত্যাগ স্বৈরাচার বিরোধী আন্দোলনকে বেগবান করে। যার ফলশ্রুতিতে এরশাদ সরকারের পতন হয়। সেসময় রাউফুন ছিলেন সমাজবিজ্ঞানের শেষ বর্ষের ছাত্র।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.