|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হবিগঞ্জের চুনারুঘাটে র্যাবের অভিযানে১০ লক্ষ টাকার গাছসহ বনদস্যু গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি, ২০২২
হবিগঞ্জ চুনারুঘাট উপজেলা থেকে চুরাই গাছ সহ এক বনদস্যু কে গ্রেফতার করেছে র্যাব ৯সিপিসি ১ (হবিগঞ্জ)!
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠা সাথে কাজ করে আসছে।
সাম্প্রতিকসময়ে ছিনতাই, বনদস্যু ও নৃশংসতম অপরাধসমূহ নিয়ে এলিট ফোর্স র্যাব বরাবরের মতই সর্বাধিক গুরুত্বের সাথে কাজ করে অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে!
শুক্রবার ( ১১ ফ্রেব্রুয়ারী ২২) ইং র্যাব-৯ এর একটি আভিযানিক দল লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান ও এএসপি আবদুল্লাহ আল নোমান এ নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুনারুঘাট থানা রেমা কালেঙ্গা বনের ভিতর
বনের গাছ কাটা অবস্থায় ১১/০২/২২ ইং ০২.০০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ০১ টি করাত,
০১টি রামদা, ০১ টি দা এবং ০২ টি বল্লমসহ নিম্নোক্ত ০১ জন বনদস্যুকে গ্রেফতার করতে সক্ষম হয়!
মোঃ আব্দুর রউফ (৩২), জেলা- হবিগঞ্জ ।
গ্রেফতারকৃত আসামীদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং রেমা কালেঙ্গা রেঞ্জে গাছ কাটার কথা স্বীকার করেছে।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে আব্দুল খালেক ও নূর বাহিনীর ছত্রছায়ায় বনের গাছ কেটে আসছে।
এই টিমের সকল সদস্যের
নামে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে।
আব্দুর রউফ ও তার টিমের সদস্যরা রেমা-কালেঙ্গা
রেঞ্জের গাছ কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে।
গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা
করলেও এসব বনদস্যুদের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প এসব বনদস্যুদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে সদা তৎপর। পরিবেশের ভারসাম্য রক্ষায় র্যাব এসব বনদস্যুদের গ্রেপ্তার
অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিধীন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.