|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণ ও বর্তমান চেয়ারম্যানের বিদায় সংবর্ধনা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০২২
হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনকে বরণ, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মীরকে ও সাবেক ইউপি সদস্যদের বিদায় সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিদায়ী চেয়ারম্যান ও মেম্বারদের বিদায়ী সম্মাননা তুলে দেন নব-নির্বাচিত চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন।
অনুষ্ঠানে ৫নং সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেনের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন আলম মুন্সীর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ মিজানুর রহমান ও গীতা পাঠ করেন সাবেক ইউনিয়ন ছাত্রনেতা বর্তমান স্বেচ্ছাসেবক লীগ নেতা গোপাল পাল সৈকত
এর পর নব-নির্বাচিত চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনকে ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন নব-নির্বাচিত চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন। তিনি দৈনিক বাংলার অধিকার কে বলেন, যে ভাবে আপনারা অতীতে ভালোবেসে জয়যুক্ত করেছেন ওইভাবেই ভবিষ্যতে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, ৫নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুন্সী, ইউনিয়নের ৯ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বক্তৃতা করেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গরীবুল্লাহ ফারুক, উপজেলা যুবলীগের সদস্য ও বাজার ব্যবসায়ী সমিতি সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম, সদর ইউনিয়নের মুক্তিযুদ্ধা আহবায়ক মোতালেব হোসেন বিটিশ ও ইউপি মেম্বারদের পক্ষে সোহরাব হোসেন মুন্সী।
বক্তৃতা শেষে বিদায়ী চেয়ারম্যান শফিকুল ইসলাম মীরকে বিদায়ী সম্মাননা প্রদান করার কথা থাকলেও তার অনুপস্থিতি তা ব্যর্থ হয়। এর পর বিদায়ী ইউপি সদস্যদের বিদায় সম্মাননা তুলে দেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.