|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্সরে মেশিন সেবা এর উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০২২
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ডিজিটাল এক্সরে মেশিন
কুড়িগ্রামে জেলার সরকারি হাসপাতাল গুলোর মধ্যে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ডিজিটাল এক্সরে মেশিনের কারণে উপজেলার চিকিৎসা সেবার মান আরও কয়েক ধাপ এগিয়ে যাবে বলে জানিয়েছেন কুড়িগাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ।
[caption id="attachment_61165" align="alignnone" width="300"]
কুড়িগ্রামে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্সরে মেশিন সেবা এর উদ্বোধন[/caption]
বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি ২০২২ইং বিকেলে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্সরে মেশিন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
পনির উদ্দিন আহমেদ বলেন, এই উপজেলার মানুষ আজ থেকে আধুনিক সেবা পাবেন।
এর পর সংসদ সদস্য হাসপাতালের চারিদিকে ফুলের বাগান ঘুরে ঘুরে দেখেন।
কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মনজুর এ মুর্শেদ বলেন, আমি জয়েন করার পর দেখেছি এই হাসপাতলের সার্বিক কার্যক্রম ভাল ভাবে চলেছে। কার্যক্রম আমার ভালো লেগেছে।
বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, আগামী ১/২ মাসের মধ্যে হাসপাতালে স্থাপন করা হবে আধুনিক অপারেশন থিয়েটার আর ডেন্টাল ইউনিট। এই ইউনিট দুটি চালু হলে উপজেলাবাসি আরও বেশি সেবা পাবেন। অপারেশন থিয়েটার চালু হলে প্রায় সব ধরনের সার্জারি করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আমি হাসপাতালের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এই দেড় বছরে যা করেছি তা বিচারের দায়ভার এই এলাকার মানুষের উপর ছেড়ে দিলাম।
এসময় উপস্থিত ছিলেন, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ স্থানীয়রা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.