|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে ছিন্নমূল মানুষের মাঝে সামাজিক সংগঠন ‘ জোবেদা বাতি ঘর’ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরন
প্রকাশের তারিখঃ ৯ ফেব্রুয়ারি, ২০২২
ছিন্নমূল মানুষকে শীতবস্ত্র দিল "জোবেদা বাতি ঘর"
উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণ করেছে জোবেদা বাতি ঘর নামের একটি সামাজিক সংগঠন।
শীতকালের চরমভাবাপন্ন উত্তরাঞ্চলের এলাকার মধ্যে অন্যতম একটি জেলা কুড়িগ্রাম যেখানে শীতে সবচেয়ে বেশি দুর্দশায় পড়েন সাধারণ, অসহায় ও হতদরিদ্র মানুষজন। সরকারি সহায়তা মিললেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দারিদ্র্য সীমার নিচে থাকায় শীতে এই অঞ্চলের মানুষগুলোর পোহাতে হয় বাড়তি ভোগান্তি । সে কথা মাথায় রেখে এবার জোবেদা ফাউন্ডেশন এগিয়ে এসেছে শীতার্ত মানুষের পাশে।
বুধবার ৯ ফেব্রুয়ারি দুপুরে সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম গ্রাম ও যাত্রাপুর ইউনিয়নের ঘনেশ্যামপুর গ্রামে জেবুন্নেসা বেগম, নর্থ ক্যারোলিনা, যুক্তরাষ্ট্রের অর্থায়নে দেড় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণ করে জোবেদা বাতি ঘর।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সভাপতি কৃষিবিদ ডক্টর শাহানাজ বেগম নাজু, জেবুন্নেসা বেগমের পরিবারের সদস্য, খোতেজা রহমান, কৃষিবিদ মোস্তাক রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গগন।
শীতবস্ত্র বিতরণ কালে কৃষিবিদ ডক্টর নাজমিন বাতি ঘরের উদ্যোগে জেবুন্নেসা
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.