|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামের উলিপুরে অসহায় বৃদ্ধ আছিয়ার মানবেতর জীবন
প্রকাশের তারিখঃ ৯ ফেব্রুয়ারি, ২০২২
কুড়িগ্রামের উলিপুরে অসহায় আছিয়া বেগমের কষ্টের জীবন
কুড়িগ্রামের উলিপুরে বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট গ্রামের আছিয়া বেগম (৭৮)এর দিন কাটছে কষ্টের।
জানা যায়, বেশ কয়েক বছর আগে তার স্বামী আজিজুল হক মারা যান। স্বামীর মৃত্যুর পর থেকে তার জীবনে নেমে আসে অসহায়ত্ব । যেখানে বয়সের ভাড়ে চলা কস্ট সেখানে মানুষের দারে দারে ঘুরতে হচ্ছে দু মুঠো ভাতের জন্য করতে হচ্ছে ভিক্ষা।স্থানীয় দের সাথে কথা বলে যানা জায় আছিয়া বেগমের ১টি মেয়ে ছিল।
[caption id="attachment_61124" align="alignnone" width="300"]
(
চিত্র) বৃদ্ধ আছিয়ার মানবেতর জীবন[/caption]
এলাকাবাসীর সহযোগিতায় মেয়েটির বিবাহ হয়।নেই কোন ছেলে সন্তান বর্তমানে আছিয়া বেগমের বয়স (৭৮) পেরিয়েছে। এই বৃদ্ধ বয়সে বাড়ি থেকে বের হয়ে ভিক্ষা করা তার পক্ষে অসম্ভব। স্বামীর রেখে যাওয়া ২ শতাংশ জমিতে ১ টি ভাঙ্গা বেহাল কু্ড়ো ঘর ছাড়া আর কিছুই নেই।
স্থানীয় এলাকা বাসীরা জানান, বিগত কয়েক বছর ধরে প্রতিবেশীরা তিন বেলা ভাত সহ গোসল করাতে সহযোগিতা করেন।
পায়নি সরকারি বয়স্ক ভাতা/বিধবা ভাতা সহযোগিতা। সরকারি কোন সহযোগিতা পেলে হয়তো বাকি জীবন কিছুটা ভালো ভাবে কাটাতে পারবে।
তারা আরো বলেন, সমাজে যারা প্রভাবশালী আছেন তারা সহযোগিতা করলে কিছুটা কষ্ট কমে যাবে। কারণ আছিয়া বেগমের আপনজন বলতে কেউ নেই তাই সকলকে এগিয়ে আসার অনুরোধ করছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.