|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজারহাটে ইউপি সদস্য হলেন নুর জামাল সরকার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ ফেব্রুয়ারি, ২০২২
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজারহাট উপজেলার চাকির পশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ১শত ৫২ ভোটে হারিয়ে পুনরায় সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ নুর জামাল সরকার।চতুর্থ ধাপের ইউনিয়নে ফলাফল সমান হওয়ায় পুনরায় নির্বাচনে জনগনের ভোটে নির্বাচিত সদস্য মোঃ নুর জামালকে অভিনন্দন জানিয়েছেন চাকির পশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম।গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজারহাট উপজেলার চাকিরপশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে হায়দার আলী ও নুর জামাল সরকার দুজনের ভোট গণনায় হওয়ায় ফলাফল শূন্য ঘোষণা করা হয়। নির্বাচনে সাধারণ সদস্য পদে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় বিধি মোতাবেক নির্বাচন কমিশন ঐ ওয়ার্ডের সাধারণ সদস্য পদে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করেন।পরবর্তী তফসিলে আজ ৭ই ফেব্রুয়ারি সোমবার খুলিয়াতারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮ হইতে বিকাল চার ঘটিকায় সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।ভোট গণনা শেষে বৈদ্যুতিক পাখা মার্কার প্রার্থী মোঃ নুর জামাল সরকার ১০৯১টি ভোট পেয়ে বেসরকারিভাবে সাধারণ সদস্য পদে বিজয়ী ঘোষণা করেন রাজারহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন।
তারিখঃ০৮-০২-২০২২ইং।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.