|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নাগেশ্বরীতে জোরপূর্বক জমির দলিল ছিনিয়ে নেয়ার অভিযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ ফেব্রুয়ারি, ২০২২
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কচাকাটা ব্রীজ এর মোকা বন্ধ করে কোরবান আলীর জমিতে জোর পূর্বক বালু ভরাট করার অভিযোগ উঠেছে লুছনি গ্রামের মৃত আজাহার আলীর পুত্র আব্দুল খালেক এর বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানা যায়, বামানডাঙ্গা ইউনিয়নের লুচনী গ্রামের ওমর আলীর পুত্র কোরবান আলীর পৈত্রিক সম্পত্তিতে মৃত আজাহার আলীর পুত্র আব্দুল খালেক জোর করে বালু ভরাট করে জমি দখল করে। এ বিষয়ে জমির মালিক কোরবান আলী বাধা দিতে গেলে আব্দুল খালেক তাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে। কোরবান আলী বলেন, আমার জমি বেদখল হওয়ার ভয়ে আমি জমিতে একটি ঘর তুলতে গেলে আব্দুল খালেকের সাথে আমার কথা কাটাকাটির এক পর্যায়ে আমার হাতে থাকা ওই জমির মূল দলিল ছিনিয়ে নেয় আব্দুল খালেক। দলিল নং-৯৯৩৫।
ঘটনার বিষয়ে কোরবান আলী বিভিন্ন দপ্তরে জমি রক্ষায় লিখিত অভিযোগ দাখিল করে। এ বিষয়ে বামনডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি জানায় অভিযোগ পেয়েছি এবং সমাধান করার চেষ্টা করছি।
উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার নজরে এখনো আসে নাই, আসলে এবং তা আমাদের এখতিয়ার ভূক্ত বিষয় হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব অন্যথায় সঠিক পরামর্শ প্রদান করব।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.