|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃষ্টি ও বাতাসে ইটভাটার ব্যাপক ক্ষয়ক্ষতি- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ ফেব্রুয়ারি, ২০২২
গত (৪ ফেব্রুয়ারি) শুক্রবার ভোর থেকে প্রবল বৃষ্টি ও বাতাশে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭টি ইটভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ভাটার মালিকদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়। (৭ ফেব্রুয়ারি) সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় যে, উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের টাটকপুর (খয়েরপাড়া) এলাকায় মেসার্স এমডিডি বিক্স ও মেসার্স এমডিবি বিক্সের ইট ভাটায় রোদে শুকাতে দেওয়া কাঁচা ইটগুলো বৃষ্টির পানির নিচে ডুবে আছে। এছাড়াও আগুনে পোড়ানোর আগে শুকানো সারি সারি করে রাখা ইট গুলোও বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। মেসার্স এমডিডি বিক্সের মালিক মহসীন সরকার দুলাল বলেন, শুক্রবার থেকে প্রবল বৃষ্টির কারণে আমার ভাটার প্রায় ১৫-১৬ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, এমন পরিস্থিতিতে এবছর আর ভাটা চালু করা সম্ভব হবেনা। জানা যায়, দেশের উত্তরের সব জেলা গুলোতেই এই বৃষ্টি ও বাতাস হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.