|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রশাসন ও সুধীজনদের দৈনিক দেশের কন্ঠ পত্রিকার উপহার প্রদান
প্রকাশের তারিখঃ ৭ ফেব্রুয়ারি, ২০২২
প্রশাসন ও সুধীজনদের দৈনিক দেশের কন্ঠ পত্রিকার উপহার প্রদান
"সব পাঠকের কাগজ" এই শ্লোগানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এক ধাপ এগিয়ে থাকা দৈনিক "দেশের কন্ঠ" পত্রিকার পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্তরের প্রশাসন ও সুধীজনের কাছে ২০২২ সালের বিভিন্ন ধরনের ক্যালেন্ডার উপহার দেয়া হয়।
সোমবার ৭ ফেব্রুয়ারি কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এমপি, জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, সিভিল সার্জন ডাঃ মন্জুর-ই-মুর্শেদ, জেলা নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম রাকিব, জেলা তথ্য উপ-পরিচালক মোঃ নুরনবী খন্দকার, কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার, সদর ট্রাফিক কার্যালয়ের ট্রাফিক সার্জেন্ট মোমিনুল ইসলাম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের এ উপহার প্রদান করা হয়।
এ সময় তারা স্বাধীন মত প্রকাশে "সব পাঠকের কাগজ"- এই শ্লোগানের দৈনিক দেশের কন্ঠ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং জেলার বস্তুনিষ্ঠ তথ্যে সংবাদ প্রকাশের মাধ্যমে সব স্তরের পাঠকের হৃদয়ে দৈনিক দেশের কন্ঠ পত্রিকা জায়গা করে নেবে বলেও প্রত্যাশা করেন।
এই উপহার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, নাগেশ্বরী প্রতিনিধি মিজানুর রহমান, রাজারহাট উপজেলা প্রতিনিধি মোঃ হামিদুল ইসলাম হৃদয় প্রমূখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.