|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
এখন থেকে রাজধানীর যে কোনো অবকাঠামো নির্মাণে (রাজউকের) পাশাপাশি সিটি কর্পোরেশনের অনুমোদন নিতে হবে,মন্ত্রী তাজুল ইসলাম–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ ফেব্রুয়ারি, ২০২২
স্থানীয় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়েছে উত্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়।
সভায় বক্তারা রাখছেন মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম।
মন্ত্রী বক্তব্য বলছেন রাজধানীতে যেকোনো অবকাঠামো নির্মাণের সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাশাপাশি সিটি কর্পোরেশনের থেকে অনুমোদন নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সিটি কর্পোরেশনের নিকট থেকে অনুমতি নিতে গিয়ে যাতে করে কেউ হয়রানির শিকার না হয় সে বিষয়ে মেয়রদের সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। আর শুধু অনুমোদন দিলেই হবে না। অনুমোদকৃত স্থাপনা নিয়মিত মনিটরিং করার জন্য ব্যবস্থাও রাখতে হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, খাল উদ্ধার, সংস্কার, দখলমুক্ত এবং দৃষ্টিনন্দন করে গড়ে তোলার জন্য করণীয় ঠিক করতে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে একটি সাব কমিটি গঠন করা হয়।
আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আসন্ন বর্ষা মৌসুমে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত কার্যক্রমের পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা ,উওর দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্থানীয় মন্ত্রণালয়ের অন্যান্য সচিবগণ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.