|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হবিগঞ্জ জেলার জনপ্রিয় বিদ্যাপীঠ, বৃন্দাবন সরকারি কলেজে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিদ্যার দেবীকে আহ্বান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২২
গত ৫ ফেব্রুয়ারি প্রতিবছরের ন্যায় এবারও বৃন্দাবন সরকারি কলেজে সাত্ত্বিকভাবে এবং স্বাস্থ্যবিধি মেনে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়।
সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
সনাতন ধর্মাবলম্বীরা এ প্রণাম মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের দেবী সরস্বতীকে প্রণাম জানান।কলেজের সনাতনী শিক্ষক এবং শিক্ষার্থীরা দেবীর চরণে পুষ্পাঞ্জলী দেন।পুজার আগের দিন অর্থাৎ ৪ ফেব্রুয়ারি কলেজে গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে অনেক সনাতনী শিক্ষার্থীরাই অংশগ্রহণ করেন।পুজার দিন কলেজের অধ্যক্ষ মহোদয় জনাব ইলিয়াস বখত্ চৌধুরী-র এবং অন্যান্য শিক্ষকের উপস্থিতিতে কলেজের সনাতনী শিক্ষার্থীরা সমবেত গীতা পাঠ পরিবেশন করেন।এরপর শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
কলেজের পুজার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশেষভাবে, কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আলপনা কর্মকার, গণিত বিভাগের প্রভাষক মৌসুমী দাস সহ অনেক সনাতনী শিক্ষক এবং কলেজের সনাতনী শিক্ষার্থীরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.