|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২২
নান্দাইলে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা অনুষ্টিত
ময়মনসিংহের নান্দাইলে ০৫ই ফেব্রুয়ারি ২০২২ ইং রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
নান্দাইল বই পড়া আন্দোলনের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে,
নান্দাইল বই পড়া আন্দোলনের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের সঞ্চালনায়,
সভায় বক্তব্য রাখেন নান্দাইল বই পড়া আন্দোলনের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল ( হক ফাতেমা পাঠাগার)।নান্দাইল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল( জুলেখা রহমান গণ পাঠাগার),নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আন্জুু,,মোঃআবুল খায়ের সভাপতি (আয়শা মফিজ গণ পাঠাগার),
লেখক কলামিস্ট সাইদুর রহমান,
নান্দাইল জাসদের সাধারণ সম্পাদক এ হান্নান আল আজাদ মোঃ আবুল হাশেম বিশিষ্ট সমাজ সেবক, মোঃবায়োজিদ আহম্মেদ দোলন কোষাধ্যক্ষ( আয়শা মফিজ গণ পাঠাগার),মোঃআসাদুজ্জামান নয়ন সভাপতি মোঃ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক (আলোর দিশারী সমাজ সেবা পাঠাগার,)মোঃআমিনুল ইসলাম সোহেল সভাপতি (বিয়ারা গণ পাঠাগার,)মোঃ সাইদুল ইসলাম (আলোর ভুবন পাঠাগার), CNNবাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মোড়ল ( নান্দাইল প্রেসক্লাব পাঠাগার)সহ বিভিন্ন ইলিকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, পাঠাগারের সভাপতি, সম্পাদক বই প্রেমী উপস্থিত ছিলেন।এই সময় বক্তারা মানুষকে বই পড়ার জন্য উদ্বুদ্ধ ও আকৃষ্ট করার জন্য উদার্থ আহ্বান রাখেন।
আলোচনা শেষে এক বর্ণাঢ্য পথ যাত্রা নান্দাইল চৌরাস্তা গোল চত্তর প্রদক্ষিণ করেন। এবং বই পড়া আন্দোলন নান্দাইল এর সাধারণ সম্পাদকের সৌজন্য বিভিন্ন পাঠাগারের বই উপহার প্রদান করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.