|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জে ১ম মেট্রোসেম গ্রুপ ডে লং ক্রিকেট ফেষ্টিবাল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি, ২০২২
১ম মেট্রোসেম গ্রুপ ডে লং ক্রিকেট ফেষ্টিবাল অনুষ্ঠিত হয়েছে।
৫ফেব্রুয়ারি সকালে মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার ঐতিহ্যবাহী গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টার ক্লাব মাঠে অনুষ্ঠিত হলো ১ম মেট্রোসেম গ্রুপ ডে লং ক্রিকেট ফেষ্টিবাল,সার্বিক ব্যবস্থাপনায় ছিলো মেট্রোসেম গ্রুপ স্পোর্টস ক্লাব।
ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে টিম ধলেশ্বরী ও টিম 0608, টানটান উত্তেজনাপূর্ণ এই টূর্ণামেন্টের ফাইনালে ৩ ইউকেটে জয়ী হয় টিম 0608,উক্ত এই ক্রিকেট ফেষ্টিবালে উপস্থিত ছিলেন মেট্রোসেম গ্রুপ স্পোর্টস ক্লাবের স্বপ্নদ্রষ্টা, গ্রুপের সম্মানিত ডিরেক্টর জনাব, রিদওয়ান আহমেদ, গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টারের সম্মানিত সাধারণ সম্পাদক ম.মনিরুজ্জামান (শরীফ),মেট্রোসেম অটোমোবাইলস্ লিঃ এর সহকারী ব্যবস্থাপকদ্বয় মোঃ আকিব হাসান (সিফাত) ও মোঃ দেলোয়ার হুসাইন, মিরকাদিম পৌর ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আক্তার হোসেন চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের প্রাক্তন গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাজী মোঃ শাহাবুদ্দিন (শাহাদ) ম্যাগপাই ক্লাব মুন্সীগঞ্জ এর সভাপতি মোঃ তুষার আহমেদ, দ্যা ম্যাক্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাগর আহমেদ আরিফ, সহ-সভাপতি মোঃ রাফি আহমেদ, গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টার ক্রিকেট একাডেমির পরিচালক মোঃ রনি খান চিতা, নূরপুর সমাজ কল্যাণ সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহসীন হক, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (মুন), ম্যাগপাই ক্লাব মুন্সীগঞ্জের সহ-সভাপতি মোঃ জনি খন্দকার, সাংগঠনিক সম্পাদক জনাব,কাউসার আহমেদ সীমান্ত, সাংবাদিক মোঃ রুবেল মাদবর, কবি মতিউর রহমান পারভেজ সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
মুঠোফোনে এ ক্রিকেট ফেষ্টিবালের উত্তরোত্তর সফলতা কামনা করেন মেট্রোসেম গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক , আলহাজ্ব মুহাম্মদ শহীদ উল্যাহ্।
মেট্রোসেম গ্রুপ স্পোর্টস ক্লাবের স্বপ্নদ্রষ্টা জনাব, রিদওয়ান আহমেদ বলেন, দেশব্যাপী ক্রীড়াঙ্গনে তরুণদের উৎসাহ, উদ্দীপনা দেবার জন্যে কাজ করে যাচ্ছে মেট্রোসেম গ্রুপ স্পোর্টস ক্লাব, খুব শীগ্রই কর্পোরেট ক্রিকেট দল ও লীগ শুরু করবে মেট্রোসেম গ্রুপ স্পোর্টস ক্লাব এবং এর ধারাবাহিকতা রক্ষায় নিরলসভাবে কাজ করবে সংশ্লিষ্ট কর্মকর্তারা"।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.