|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে সরস্বতী পুজো উচ্চংগাঁ পাল পাড়া- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি, ২০২২
চাঁদপুর জেলার হাজীগঞ্জ ৫নং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পালপাড়ায় আজ সরস্বতী পূজা।
সরস্বতী পুজো শ্রী পঞ্চমী নামেও পরিচিত। এইদিনে বেশিরভাগ মানুষকে হলুদ রঙের পোশাকে সেজে উঠতে দেখা যায়, নানা জায়গায় বাচ্চাদের হাতেখড়িরও আয়োজন করা হয়। পাড়ায় পাড়ায় দেবীর আরাধনায় মেতে ওঠে সকলে। তবে পুজোর দিন প্রতি বছর বদলে যায়। এবছরেও অন্যথা হয়নি।
পঞ্জিকা মতে জানা যাচ্ছে, ২০২২-এ সরস্বতী পুজোর দিন পড়ছে আগামী ৫ ফেব্রুয়ারিত ২০২২ইং।
৫ ফেব্রুয়ারি ২০২২ রাত ৩.৪৭ মিনিটে শুরু হচ্ছে পুজোর শুভক্ষণ। আর তা থাকবে ৬ ফেব্রুয়ারি ২০২২ রাত ৩.৪৬ পর্যন্ত।
অতএব আর মাত্র কয়েক দিন অপেক্ষা মাত্র তারপরেই সকলে মেতে উঠবেন দেবীর আরাধনায়। করোনা যদি আয়ত্তে থাকে, তবে এবছর ফের আনন্দে মেতে উঠবে সকলে। কচি-কাচা থেকে বড়রা দেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠবে এই দিন। তবে সব কিছুই করতে হবে করোনা সতর্কতা মেনে। মাস্ক, স্যানিটাইজার কিন্তু মাস্ট।
মাঘ মাসের শুক্ল পক্ষের ৫মী তিথি, শুধু এটুকু শনলেই ছাত্র থেকে কর্মজিবী, শিশু থেকে বৃদ্ধ এবং সর্বস্তরের বাঙালীর সর্বাঙ্গে জাগে শিহরন, মনে লাগে দোলা, দৃষ্টিতে ভেসে ওঠে কুয়াশা ঘেরা সকাল, আমের পল্লব, দোয়াত কলম, রসময় কুল আর জোড়া সন্দেশ। এর কারন আর বলার অবকাশ রাখে না। এদিন ধরাধামে কৃপাবৃষ্টি বর্ষনের উদ্দেশ্যে মর্ত্যলোকে আবির্ভূতা হন শ্বেত শুভ্র বসনা, বেদ প্রসবিনী, হংসবাহিনী দেবী বীনা পানি। মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিকে বলা হয় শ্রীপঞ্চমী। শ্রীপঞ্চমীর এই তিথিতে পুজিতা হন আদ্যাশক্তির একাংশ, দেবী স্বরস্বতী। বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত ও জ্ঞান প্রদায়িনী দেবী তিনি। আপাতদৃষ্টিতে, শ্রীপঞ্চমীকে শুধু বিদ্যার্থীদের অনুষ্ঠান মনে করা হলেও আবাল বৃদ্ধ বনিতা সব মহলেই তাঁর আগমনকে স্বাগতম জানানো হয় স্বাড়ম্বরে। আমাদেরকে সুর, সঙ্গীত, বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান প্রদান করার জন্য মর্ত্যলোকে একদিনের জন্য আবির্ভূতা হন তিনি। সঙ্গত কারনেই বিদ্যার্থীদের কাছেই এই পূজার বিশেষ গুরুত্ব থাকলেও, তিনি আপামর বাঙালীর কাছে পরম পূজ্য।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.