|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হবিগঞ্জ থানার এস আই জুয়েল সরকারের নেতৃত্বে অভিযানে ১৩ পলাতক আসামি গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি, ২০২২
হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভূক্ত সাজা প্রাপ্ত আসামীসহ মোট ১৩ আসামী কে গ্রেফতার করেছে
হবিগঞ্জ সদর মডেল থানার এস আই জুয়েল সরকারের নেতৃত্বে পুলিশের বিশেষ দল।
শুক্রবার (০৪ ফ্রেব্রুয়ারী২২) ইং বিকালে হবিগঞ্জ বিচারক আদালতে মাধ্যমে গ্রেফতারকৃত ১৩ আসামি কে কারাগারে প্রেরণ করা হয়!
হবিগঞ্জ সদর থানা পুলিশের সুত্রে জানা যায়
গত রাতে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর সার্বিক দিক নির্দেশনায় এসআই মোঃ জুয়েল সরকার, সঙ্গীয় এসআই সনক কান্তি দাশ, এসআই আঃ ওয়াহাব, এসআই শেখ হামিদুর রশিদ!
এএসআই সুমন চন্দ্র দাস এএসআই হাবিবুর রহমান, এএসআই আতিকুর রহমান, এএসআই জুয়েল হকসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় হবিগঞ্জ সদর মডেল থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাদক মামলার ০৬ (ছয়) মাসের সাজা পরোয়ানা ভূক্ত চিহিৃত মাদক ব্যবসায়ী ০১। মোঃ সোহেল মিয়া (৩৬), পিতা- জমির উদ্দিন, সাং- অনন্তপুরসহ
বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী
০২। রুহুল আমিন (৩০), পিতা- টেনু মিয়া,
০৩। জাহির মিয়া (৩৮), পিতা- মৃত কালাই মিয়া, উভয় সাং- তিতখাই (কাশিপুর),
০৪। সেলু মিয়া (৩৫), পিতা- মৃত ইদু মিয়া, সাং- জয়রামপুর (রতনপুর),
০৫। মোঃ হাসেন মিয়া (২১), পিতা- মোঃ হিরু মিয়া, সাং- যশের আব্দা,
০৬। মোঃ জিতু মিয়া (৫২), পিতা- মৃত ছুরত আলী,
০৭। লোকমান মিয়া (৩০), পিতা- সাহেদ আলী,
০৮। রুবেল মিয়া (৩৫), পিতা- আকরম আলী,
০৯। ইকবাল মিয়া (৩০), পিতা- ছুরত আলী, সর্বসাং- নছরত পুর,
১০। হাবিব মিয়া (৫৬), পিতা- মৃত করম উল্ল্যা,
১১। সানজু মিয়া (২৫), পিতা- হাবিব মিয়া, উভয় সাং- কাটাখালী,
১২। কালা মিয়া (৪০), পিতা- মৃত ইদু মিয়া,
১৩। মোঃ সিরাজুল ইসলাম (৩৫), পিতা- আঃ জলিল, উভয় সাং- জয়রামপুর (রতনপুর), সর্বথানা-হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জদের গ্রেফতর করা হয়!
আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.