|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে দাড়িয়েছে আমরাই কিংবদন্তী সদস্যরা
প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি, ২০২২
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ শীতে উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের অসহায়, দুস্থ ও শীতার্তদের পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন“আমরাই কিংবদন্তী” এসএসসি-২০০০ ব্যাচের সদস্যরা। “বন্ধুরা সব পাশে আছি অসহায়ের মুখে ফুঁটাতে হাসি” এই শ্লোগানে গতকাল শুক্রবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
“আমরাই কিংবদন্তী” এসএসসি-২০০০ ব্যাচের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা খাতুন, সংগঠনের সদস্য কলি শারমিন, সাগর, সেলিম, তানিয়া, রিয়াজ, মিজানুর প্রমুখ। উপস্থিত থাকতে না পেরেও আর্থিকভাবে সহযোগিতা করেছেন সংগঠনের সদস্য আসাদ, সানা, স¤্রাট, সাগর, মাহবুব, সেলিম, আতিকুর, রুনা, নুরানী, জান্নাত, কামু, খুশি, মিথি, শাওন, আরিফ, প্রিন্স, মাহমুদুল, মনির,পপি, মিন্টু, ইয়াসমিন, সুমিত, হাসি, এ্যানোনা, শিনথু, সাবা, ইয়াসমিন, তানিয়া, মিনি, শিল্পি, মোহিত, শিশির, পপিসহ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সদস্যগণ। এ সময় পৌর ও আশপাশের এলাকার শতাধিক গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিরা। উল্লেখ্য, এর আগেও ‘আমরাই কিংবদন্তী” এসএসসি-২০০০ ব্যাচের পক্ষ থেকে করোনাকালীন বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.