|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে সন্তান বিক্রি করা অসহায় মায়ের পাশে পুনাক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি, ২০২২
দারিদ্রতার কারণে হাসপাতাল বিল দিতে ব্যর্থ হওয়ায় নবজাতক ছেলে সন্তানকে বিক্রি করে দেন নিঃসন্তান দম্পতির নিকট। সন্তান বিক্রির পর মা (তামান্না বেগমের ) মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
পরবর্তীতে এই সংবাদ গনমাধ্যমে প্রকাশিত হলে পুলিশ ও প্রশাসনের জানতে পারলে, বিক্রিকৃত নবজাতক শিশু সন্তানকে মতলব উত্তরের ষাটনল এলাকা হতে উদ্ধার পূর্বক তামান্না বেগম (শিশুটির মা) কাছে হস্তান্তর করা হয়।৫ ফেব্রুয়ারী শনিবার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুরের পক্ষ থেকে নবজাতক ছেলে সন্তানের জন্য শিশু উপহার সামগ্রী ও নগদ টাকা প্রদান করেন পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী, চাঁদপুর।এ সময় পুনাক সভানেত্রী, চাঁদপুর জানান- পুনাক সভানেত্রী জীশান মির্জার দেখানো পথে পুনাক চাঁদপুর সবসময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। চাঁদপুরে যতোদিন থাকবো, এই নবজাতক সন্তানের দেখাশুনা করে যাবো। এছাড়া নবজাতক সন্তানের বাবার জন্য কর্ম ব্যবস্থা করে দিবো যেনো এই পরিবার সুখে থাকতে পারে। সকলের উদ্দেশ্যে আমরা আহবান জানাই আমরা যেন নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেই, তারাও আমাদের পরিবারের অংশ।
এসময় পুনাক, চাঁদপুরের দপ্তর সম্পাদক ইশান আরাফাত, সাধারণ সম্পাদক শাহীনা বেগম ও পুনাক সদস্য সোনিয়া কামাল উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.