|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের মায়ের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ ফেব্রুয়ারি, ২০২২
জাপান আওয়ামী লীগের সাধারন সম্পাদক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী কচুয়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন প্রধানের মায়ের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ ৪ ফেব্রুয়ারি চাঁদপুরের কচুয়ার মালিগাঁও গ্রামে ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধানের প্রয়াত মা খায়রুন নেছার রুহের মাগফেরাত কামনা করে কোরান খতম , কবর জিয়ারত দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
কোরান খতম পরিচালনা করেন মাওলানা ক্বারী মুহাম্মদ ঈমান হোসেন , মিলাদ মাহফিল , কবর জিয়ারত দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মালিগাঁও পূর্ব পাড়া জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মুহাম্মদ আজমল হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধানের পিতা সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার প্রধান, আলহাজ্ব বাচ্চু সরকার , আলহাজ্ব হারিজ মেম্বার , মোঽ হাসেম মৃধা , আয়নাল প্রধান, সিরাজুল ইসলাম, ম্যানেজার জামাল হোসেনসহ আরো অনেকে।
একই সময় ঢাকা দক্ষিন বনশ্রী জামে মসজিদ ও জাপান টোকিও ওসকা মসজিদে ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধানের উদ্যোগে তাহার প্রয়াত মা খায়রুন নেছার রুহের মাগফরোত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ।
সেই সময় স্হানীয় লোকজন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, কচুয়া উপজেলার মালিগাঁও গ্রামের অধিবাসী জাপান আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জি. জসীম উদ্দীন প্রধানের গর্বিত মা খায়রুন নেছা ২০১৯ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে ও ৪ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.