|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সবজি চাষ করে স্বাবলম্বী কৃষক
প্রকাশের তারিখঃ ৩ ফেব্রুয়ারি, ২০২২
কুড়িগ্রামের উলিপুরে গুনাইগাছ ইউনিয়ন এ সবজি চাষ করে স্বাবলম্বী কৃষক
কুড়িগ্রামের উলিপুরে গুনাইগাছ ইউনিয়নের কাজীরচর গ্রামের মোঃ আমির হোসেন সবজি চাষ করে লাভবান হয়েছেন।
তার মতো গ্রামের কৃষকেরা কৃষকদের নিজ জমিতে বিভিন্ন
রকমের সবজি চাষ করে আসছে অনেকে হয়েছেন স্বাবলম্বী।
কাজীর চর গ্রামের আমির হোসেন বলেন,, এই চরে আমার ২ বিঘা জমিতে আমি পিয়াজ, রসুন, আলুসহ বিভিন্ন সবজি চাষ করে আসছি । আমি জমিতে কঠোর পরিশ্রম করি যাতে ভালো ফসল উৎপাদন করতে পারি এবং সবজির এসব ফসল বিক্রি করে আর্থিক ভাবে স্বচ্ছল হচ্ছি।
আর এক কৃষক নছির উদ্দিন বলেন, আমি বিগত ৮ বছর ধরে আমার ২ একর জমিতে আলু, মুলা, গাজর, ভুট্টা, সরিষাসহ বেশ কিছু সবজি চাষ করে আসছি। আমি আশা করি প্রতি বছরের মতো এ বারো ভালো ফসল উৎপাদন করে বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.