|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার পনশাহী গ্রামে সমলয় চাষাবাদ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ৩০ জানুয়ারি, ২০২২
আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে কৃষি সম্প্রসারণ কার্যক্রমে এগিয়ে যাচ্ছে কচুয়ার কৃষি। চাঁদপুরের কচুয়া উপজেলার পনশাহী গ্রামে সমলয় চাষাবাদ প্রকল্প বাস্তবায়ন করছে উপজেলা কৃষি অফিস। ৫০ একর জমিতে চারা রোপণ করার জন্য ট্রে-তে বীজতলা করা হয়েছে, রোপণ করা হয়েছে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে।
রবিবার চারা রোপন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ, উপজেলা কৃষি অফিসার মোঃ সোফায়েল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন।
এসময় পল্লী উন্নয়ন একাডেমির সাবেক মহাপরিচালক ড. সোলাইমান,আশ্রাফপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল সহ আরো অনেকে আরো উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে তিন হাজার ২০০ কোটি টাকার ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ’ প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটি ২০২০-২৫ সাল মেয়াদে বাস্তবায়িত হবে। কৃষিকে লাভজনক ও বাণিজ্যিকীকরণে সরকার বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে। প্রকল্প মেয়াদে আগামী পাঁচ বছরে ৫৭ হাজার কৃষিযন্ত্র কৃষকদের ভর্তুকি মূল্যে দেওয়া হবে। হাওর এলাকায় ৭০ শতাংশ ভর্তুকিতে এবং হাওর ছাড়া অন্যান্য এলাকায় ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকিতে বিভিন্ন প্রকার কৃষিযন্ত্র ক্রয় করতে পারবে কৃষকরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.