|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ ছাত্রলীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা আটক ১–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ জানুয়ারি, ২০২২
ফেনসিডিল রেখে পালিয়ে গেলো সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হিটু। শুক্রবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অবস্থান নেয়। ঘটনার দিন সন্ধ্যায় ঢাকা মেট্রো-গ- ৩৭-৯৩২২ প্রাইভেটকারটি সন্দেহবসত আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় প্রাইভেটকারে থাকা সাবেক ছাত্রলীগ নেতা হাবীবুর রহমান হিটু। তাৎক্ষণিকভাবে প্রাইভেটকারের তল্লাশি চালিয়ে আলুর ব্যাগ থেকে ৪৮বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওইসময় প্রাইভেটকারসহ চালক মো: আলমগীর হোসেন (৩৫) কে আটক করে পুলিশ।
গত পাঁচ মাসে হাজীগঞ্জ উপজেলায় অন্তত পাঁচটি প্রাইভেটকার দেশের বিভিন্নস্থানে মাদকদ্রব্যসহ জব্দ হয়। প্রাইভেটকার চালকেরা বেশিরভাগ টোরাগড় এলাকার বাসিন্দা। তবে তারা কেউ হাজীগঞ্জ রেন্ট-এ-কার মালিক ও ড্রাইভার সমিতির সাথে জড়িত নয়।
প্রাইভেটকার চালক আলমগীর হোসেনের ভাষ্যমতে পুলিশ জানায়, তিনজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্তরা হলেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিটু, মেহেদী হাসান জুয়েল ও চালক আলমগীর হোসেন।
গত পাঁচ মাসে মাদকদ্রব্যসহ জব্দকৃত প্রাইভেটকারগুলোর মধ্যে মালিক হোসেনের দুইটি প্রাইভেটকার। একটির চালক আবির হোসেন। ইয়াবাসহ পুলিশ আলীগঞ্জ থেকে প্রাইভেটকারটি জব্দ করে। অপরটি শুক্রবার সন্ধ্যায় সেই আলীগঞ্জে ফেনসিডিলিসহ চালক আলমগীর গ্রেফতার করা হয়। রাজধানীতে এম্বুলেন্সসহ টোরাগড়ের রিপন খান ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার হয়। নোহা গাড়ীতে ৫’শ পিচ ইয়াবাসহ টোরাগড়ের সাকিব গ্রেফতার হয়। এছাড়া ফকির বাজারের ডন আরমান ৯০ পিচ চোরাই মোবাইল প্রাইভেটকারসহ গ্রেফতার হয়।
জানতে চাইলে হাজীগঞ্জ রেন্ট-এ-কার মালিক ও ড্রাইভার সমিতির দায়িত্বশীলরা বলেন, আটককৃত বা জব্দকৃত প্রাইভেটকার ও চালকেরা সমিতির সাথে সম্পৃক্ত নেই।
এদিকে ফেনসিডিলিসহ প্রাইভেটকার জব্দের ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হিটু তার ফেসবুক আইডিতে ঘটনার সাথে জড়িত নয় বলে দাবী করেন। ওইসময় তিনি বাড়ীতে ছিলেন।
তবে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনর রশীদ মুঠোফোনে ফেনসিডিল ও প্রাইভেটকার জব্দের ঘটনায় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হিটুসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.