|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ জানুয়ারি, ২০২২
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন ৩ সাংবাদিক। শনিবার সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের মোলানখুরি মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সেনুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মটর সাইকেল প্রতীকের প্রার্থী মতিউর রহমানের নির্বাচনী সভা চলছিল। এ সময় প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকেরা সভাস্থলে প্রবেশ করে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার সময় ছবি ও ভিডিও করতে গেলে প্রতিপক্ষের লোকজন ইনডিপেনডেন্ট টিভি, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, রাইজিং বিডি ডট কম, পিপসল টাইমসের জেলা প্রতিনিধি মইনুদ্দিন তালুকদার হিমেল ও দৈনিক ভোরের আকাশ, নিউজ বাংলা টুয়েন্টিফোর ডট কমের জেলা প্রতিনিধি সোহেল রানাকে বেধরক মারপিটে আহত করে। সন্ত্রাসীরা সংবাদকর্মীদের ক্যামেরা, মোবাইল ফোন ভেঙ্গে ফেলে টাকা পয়সা ছিনিয়ে নেয়।
পরে ওই গ্রামের নারীরা বেরিকেড দিয়ে মারপিট থেকে সাংবাদিকদের উদ্ধার করে। অন্যান্য সাংবাদিকেরা, পুলিশ ও স্থানীয়রা আহত ৩ সাংবাদিককে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ জেলার সাংবাদিকগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রত গ্রেফতারের জোর দাবি জানান। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার রকিবুল আলম চয়ন বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরিক্ষা করে শারীরিক অবস্থার বিষয়ে জেনে পরবর্তিতে চিকিৎসা গ্রহন করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.