|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
অনুপ্রবেশের দায়ে রৌমারীতে ভারতীয় এক নাগরিক আটক
প্রকাশের তারিখঃ ২৯ জানুয়ারি, ২০২২
বাংলাদেশ সিমান্তে অনুপ্রবেশ এর দায়ে রৌমারীতে ভারতীয় এক নাগরিক আটক
সীমাঅনুপ্রবেশের দায়ে রৌমারীতে ভারতীয় এক নাগরিক আটকন্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর রৌমারী সীমান্তে আটক করা হয়েছে
[caption id="attachment_60575" align="alignnone" width="300"]
অনুপ্রবেশের দায়ে রৌমারীতে ভারতীয় এক নাগরিক আটক[/caption]
পাষান আলী (৪০) নামে এক ভারতীয় আটক করেছে কুড়িগ্রাম জেলার রৌমারী বিজিবি।
আটক পাষাণ আলী ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ২৯ জানুয়ারী রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী ডিগ্রিরচর আন্তর্জাতিক সীমানা ১০৫০ এর ৬ সাব পিলার এর কাঁটাতারের বেড়া ডিঙিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। দাঁতভাঙ্গা সীমান্ত ফাঁড়ির হাবিলদার ফরহাদ হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যদের টহল চলাকালীন সময়ে তাকে দেখতে পেয়ে সন্দেহভাজন মনে হলে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় সে চোরাচালান চক্রের সাথে জড়িত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৫ ব্যাটালিয়নের রৌমারীর দাঁতভাঙ্গা ক্যাম্পের সুবেদার খালেদুর রহমান জানান, আটক অবৈধ অনুপ্রবেশকারী কে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রৌমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রৌমারী থানা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোনতাছের বিল্লাহ জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে, মামলা রুজু করে রবিবার জেলহাজতে প্রেরণ করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.