|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জানুয়ারি, ২০২২
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মানুন জীবন ও প্রচার সম্পাদক ফরাদ আলীর আয়োজনে ২৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠ থেকে বিশাল মিছিল বের হয়ে হাজীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে আবারও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ মহন গাজীর সঞ্চালনায় সভাপতির বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান খোকন (বলি)।
বক্তৃতায় তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের সময়ও একদল কুচক্র বিরোধ সৃষ্টি করতে চেয়েছিলো। এখন আবার চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনেও একদল কুচক্র বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে আসছে। এতেই শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির পরিবারের মান-সম্মান ক্ষুন্ন করার চেষ্টা চালানো হচ্ছে।
তিনি আরো বলেন, এই অপপ্রচারে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির সম্মানে আঘাত হয়েছে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণির সম্মানে আঘাত করা আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে আঘাত দেওয়া একই কথা। তাই কারো সম্মানে আঘাত না দিয়ে সকলে একসাথে মিলেমিশে কাজ কারার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ আর সুমন ও সাংগঠনিক সম্পাদক শরীফ মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.