|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নবাবগঞ্জে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ অতঃপর গাঁজার গাছ সহ গাঁজা উদ্ধার- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ জানুয়ারি, ২০২২
দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী পাড়া থেকে গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ।মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার পুটিমারা ইউনিয়নের অন্তর্গত টঙ্গী আদিবাসী পাড়ায় যতীশের বাড়িতে অভিযান চালিয়ে ১০ ফুট লম্বা ৬ কেজি ওজনের একটি গাঁজার গাছ জব্দ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার মিডিয়া অফিসার বিভুতী ভূষণ রায়।
নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের টঙ্গী (আদিবাসী) পাড়ায় এক ব্যক্তি দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে ব্যবসা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ওই গ্রামের যতীশের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভিতরে অভিনব কায়দায় ১০ ফুট লম্বা ৬ কেজি ওজনের একটি গাঁজার গাছ জব্দ করে পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক যতীশ পালিয়ে যায়। যতীশ ওই গ্রামের মৃত মঙ্গলু হাজদার ছেলে।
তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। যতীশকে গ্রেফতারের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.